Style Options
ভর্তি চলছে...! ভর্তি চলছে...!! ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি চলছে...!!!  |  পলাশ স্যারের মজার ক্লাস করতে হলে এখানে ক্লিক করুন...   |  

News & Activities

Picture

সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩ নভেম্বর ২০২৫ হয়ে গেল ওয়েবসাইট মেইন্টেনেন্স ট্রেনিং। সারিয়াকান্দি উপজেলাধীন বেশ কিছু স্কুল এবং কলেজের আইসিটি শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। মমতাজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড থেকে মোঃ মুরাদুজ্জামান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রাথমিক ট্রেনিং কার্য সম্পন্ন করেন। আয়েশা অসমান বালিকা বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক,মোঃ আশরাফ আলী এবং আইসিটি শিক্ষক, ফাহিম ফয়সাল সেখানে উপস্থিত ছিলেন।  ফাহিম ফয়সালকে আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়য়ের ওয়েবসাইটটি বুঝিয়ে দেওয়া হয় এবং এটি মেইন্টেইনের দায়িত্ব প্রদান করা হয়।

ওয়েবসাইট মেইন্টেনেন্স ট্রেনিং

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সম্পর্কে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হলো উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক ও তদারকি কেন্দ্র, যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (DSHE) অধীনস্থ। এই অফিসের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যাবলী পর্যবেক্ষণ করা, শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা। 

প্রধান কার্যাবলী

  • তদারকি ও পর্যবেক্ষণ: উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা।
  • শিক্ষক ও কর্মচারী: শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত নীতিমালা ও সরকারি নির্দেশনাগুলো...

    Read More

জরুরী সংবাদ

  • 24October

    test

    October 24, 2025


ফেসবুক আইডির জন্য


অনুষদ এবং বিভাগ সমুহ

1

শিক্ষা প্রতিষ্ঠান

12

কর্মকর্তা

4

কর্মচারী

218

ছাত্র ছাত্রী

কমিটি

4

ভবন সংক্রান্ত

এক নজরে - আয়েশা ওসমান বালিকা বিদ্যালয়

জেলা শিক্ষা অফিসারের বার্তা

সহস্রব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) তে শিক্ষার লক্ষ্য (সূচক -৪) নির্ধারণ করা হয়েছে, “সকলের জন্য সমতাভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক শিক্ষা এবং জীবনব্যপী শিক্ষার সুযোগ তেরী করা ” সেই লক্ষ্যকে ভিত্তি হিসেবে ধরে আমাদের নিজস্ব সূচক নির্ধারিত হয়েছে। যার মধ্যে রয়েছেঃ

১) প্রাতিষ্ঠানিক নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপনীর হার শতভাগ করা ।

২) মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা, যথাপোযুক্ত পয়ঃ নিষ্কাষণ ব্যবস্থা নিশ্চিত করা, কিশোর-কিশোরী শারীরিক ও মানসিক বিকাশ সুষম করা ও মূল্যবোধ সম্পন্ন বৈশ্বিক নাগরিক তৈরী করা।

৩) মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সকল শিক্ষার্থীকে প্রযুক্তি ব্যবহারে সক্ষম করা।

৪) সাধারণ শিক্ষার সাথে শিক্ষার্থীকে যে কোন একটি ট্রেডের উপর কারিগরী দক্ষতা অর্জন সক্ষম করা।

৫) সকল শিক্ষার্থীকে বৈশ্বিক নাগরিক হিসেবে মাধ্যমিক স্তরের জন্য প্রযোজ্য দক্ষতাগুলো অর্জনে ও প্রয়োগ করার সক্ষমতা অর্জন করা এবং মানসম্মত জীবিকা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

Picture
জেলা শিক্ষা অফিসারের বার্তাজেলা শিক্ষা অফিসারের বার্তা, সাতক্ষীরা

শিক্ষা অফিসার মহোদয়ের গুরুত্বপূণ ভিডিও

  • E-mail: 
  • Phone: +880Fax: +880
  • Media Cell:   Phone: